নিজস্ব সংবাদদাতাঃ ইতিমধ্যেই রাজ্যে পেট্রোল–ডিজেল সেঞ্চুরি করেছে। স্বাভাবিকভাবেই বেসরকারি বাস বিপাকে পড়েছে। একই ভাড়ায় এভাবে দিনের পর দিন টানা সম্ভব নয় বলে পরিবহণমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাস–মালিক সংগঠনের কর্তারা। তাই ভাঁইফোটার পর বাস–মালিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর অনুযায়ী, ২০১৮ সালের পর আবারও বাসের ভাড়া বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।