নিজস্ব সংবাদদাতা : তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর বোধদয়ে খুশি হয়েছেন কেষ্ট। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের কথায়, 'রাজনীতিতে অনেক কিছু হয়। রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। ও ভালো ছেলে। মিটিংয়ে গেলে ও আমায় ভালো বলে। আমিও বলি। ভালো করেছে। শুভ বুদ্ধি হয়েছে'।
অন্যদিকে, রাজীব বিজেপি ছাড়ায় পাপ বিদায় হয়েছে বলে তীর্যক মন্তব্য করলেন বিজেপি-র অন্যতম সর্ব ভারতীয় সম্পাদক অনুপম হাজরা।তিনি বলেন, পাপ যত তাড়াতাড়ি বিদেয় হয় ততোই ভালো। এটা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গে এন্ট্রি বন্ধ বলে ত্রিপুরা যেতে হল।