বৃদ্ধ বাবা-র ওপর নির্যাতনের অভিযোগ শিক্ষক পুত্রের বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
বৃদ্ধ বাবা-র ওপর নির্যাতনের অভিযোগ শিক্ষক পুত্রের বিরুদ্ধে

হরি ঘোষ, অন্ডাল: বৃদ্ধ বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠল শিক্ষক পুত্র ও পুত্রবধূ-র বিরুদ্ধে । ঘটনাটি অন্ডালের নর্থ বাজার এলাকার । অভিযুক্ত শিক্ষকের নাম কার্তিক রায় ।

অন্ডাল নর্থ বাজার এলাকার বাসিন্দা হরিপদ রায় । পুত্র, পুত্র বধু ও এক নাতনী রয়েছে বাড়িতে । ছেলে কার্তিক রায় সীতারামপুর হাইস্কুল এর অঙ্কের শিক্ষক । বৃদ্ধ হরিপদ বাবুর অভিযোগ বেশ কিছুদিন ধরেই তার ছেলে ও পুত্রবধু তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছে । রবিবার সকালে ছেলে ও বৌমা তাকে বাড়ি থেকে বের করে দেয় বলে হরিপদ বাবু জানান । ঘটনার কথা জানতে পেরে তারাপ্রসাদ মুখার্জী ও অন্য প্রতিবেশীরা এগিয়ে আসেন । তারাই বৃদ্ধকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন । এসময় প্রতিবেশীদের সাথে বচসায় জড়ান শিক্ষক কার্তিক বাবু ও তাঁর স্ত্রী ঝুমা রায় । ঝুমা দেবীর অভিযোগ তার বৃদ্ধ শ্বশুরমশাই বাড়িতে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করেন । এর ফলে একই বাড়িতে থাকা তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে । হয় শশুর মশাই বাড়ি ছাড়ুন নয়তো তারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাবেন বলেও হুমকি দেন ঝুমা দেবী । ছেলে কার্তিক বাবু ও একই কথা বলেন । প্রতিবেশী তারাপ্রসাদ মুখার্জী জানান আজ সকালে হরিপদ বাবু তাদের কাছে এসে পুত্র ও পুত্রবধু নামে অভিযোগ করে জানান তার উপর মানসিক অত্যাচার হচ্ছে । আজ সকালে ছেলে ও বৌমা আমার গলা চেপে ধরে । বাড়ি থেকে বের করে দেয় তারা । ঘটনা টা জানার পর প্রতিবেশী হিসাবে আমরা ওই বৃদ্ধকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলাম । তখন হরিপদ বাবুর ছেলে কার্তিক ও তার বৌমা আমাদের সাথে বচসা করে । হরিপদ বাবুর ছেলে পেশায় শিক্ষক তার এরকম আচরণ সমর্থনযোগ্য নয় । নিজের বাবা উপর শারীরিক মানসিক অত্যাচার চালানোর পাশাপাশি যদি বাবাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে স্কুলে তিনি ছাত্র-ছাত্রীদের তিনি কি শিক্ষা দেন ? সেই নিয়েও প্রশ্ন তোলেন তারাপদ বাবু ও প্রতিবেশীরা । ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । ভবিষ্যতে ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ছেলে ও বৌমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন প্রতিবেশীরা ।