হরি ঘোষ, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের শিবপুরে গত 4 বছর আগে কাঁকসা পঞ্চায়েত সমিতি থেকে একটি কমিউনিটি শৌচালয় করা হয়েছিল কয়েক লক্ষ টাকা ব্যয় করে। বাজার কমিটির এবং বাসযাত্রীদের সুবিধার জন্য এই কমিউনিটি শৌচালয়টি করা হয়েছিল। কাজ শেষ হয়েছে কয়েক লক্ষ টাকা ব্যয় করে কিন্তু শুরু হয়নি। শৌচালয়টি বর্তমানে জঙ্গলে ঢেকে গিয়েছে। চরম সমস্যার মধ্যে পড়তে হয় শিবপুরের ব্যবসায়ীদের থেকে বাস আরোহীদের। একাধিকবার গ্রাম পঞ্চায়েত সমিতিতে বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। শুক্রবার স্থানীয়রা অভিযোগ করেন পঞ্চায়েত সমিতির কর্মকর্তাদের এই রাস্তা দিয়ে যাতায়াত তারা দেখেও না দেখার ভান করে থাকে। কাঁকসা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখার্জি জানান বিষয়টি তার অজানা ছিল এবং তিনি খোঁজ নিয়ে দেখছেন। যদি সরকারি জিনিস এভাবে পড়ে থাকে তাহলে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত অভিযোগ করেন সারা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। দুর্নীতিতে ছেয়ে গিয়েছে সারাবাংলা বলে তিনি অভিযোগ করেন।