দিগ্বিজয় মাহালি, মেদিনীপুরঃ অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ৬ মাস পর গড়ল যাত্রীবাহী রেলের চাকা।দঃ পূর্ব রেল স্টেশনে প্রায় ৪৮ টি যাত্রীবাহি ট্রেন চলতে শুরু করে।
করোনা ভাইরাসের প্রকোপে বন্ধ ছিল রাজ্যের সমস্ত লোকাল ট্রেন। মুখ্যমন্ত্রীর ঘোষনার পর রবিবার সকাল থেকে হাওড়া মেদিনীপুর, পাঁশকুড়া হাওড়া, সহ বিভিন্ন জায়গার ট্রেন চলাচল শুরু হয়। তাতে করে একপ্রকার খুশি সাধারণ মানুষজন। ট্রেন চলতেই বাস ছেড়ে ট্রেন ধরতে মানুষজন স্টেশনে উপস্থিত হয়। পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশন, পাঁশকুড়া জংশন সহ হলদিয়া স্টেশন, দীঘা স্টেশন সহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের নিয়ে ছুটি লোকাল ট্রেন।পাশাপাশি মুখ থুবড়ে পড়া হকারদের মধ্যেও খুশির হাওয়া বইতে শুরু করেছে।