সাতসকালে কোদাল হাতে চন্দ্রকোনা পৌর এলাকায় সাফাই অভিযানে ঘাটাল মহকুমাশাসক

author-image
Harmeet
New Update
সাতসকালে কোদাল হাতে চন্দ্রকোনা পৌর এলাকায় সাফাই অভিযানে ঘাটাল মহকুমাশাসক

দিগ্বিজয় মাহালি, চন্দ্রকোনাঃ শহর পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় বরাবরই বিশেষ জোর দিয়ে এসেছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমাশাসক সুমন বিশ্বাস।এনিয়ে ঘাটাল মহকুমা জুড়েই স্থানীয় প্রশাসনের আধিকারিকদের নিয়ে এলাকায় এলাকায় ঘুরে অপরিষ্কার এলাকা সাফাই অভিযানে দেখা গিয়েছে মহকুমাশাসককে।তেমনিই শনিবার সকাল থেকে ঘাটাল মহকুমার চন্দ্রকোনা পৌরসভার একাধিক এলাকা চষে বেড়ান পুর প্রশাসক,প্রশাসক মন্ডলীর সদস্য থেকে সাফাই বিভাগ,স্বাস্থ্য দপ্তরের আশাকর্মীদের নিয়ে।এদিন চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ড সেন্ট্রাল বাসস্ট্যান্ড চত্বরে শুরু করেন সাফাই অভিযান।সেখানে জমে থাকা আবর্জনার স্তূপে নেমে কোদাল হাতে সাফাই অভিযানে হাত লাগাতে দেখা যায় মহকুমাশাসক সুমন বিশ্বাসকে।এদিন তার সাথে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক বিলু মান্না,প্রশাসক মন্ডলীর সদস্য সৌরভ চক্রবর্তী,গোবিন্দ দাস সহ সাফাই বিভাগের কর্মী থেকে আশাকর্মীরা।সাফাই অভিযানের পাশাপাশি এলাকার মানুষদের সচেতনতায় আশাকর্মীরা লিফলেট বিলি করেন ডেঙ্গু,ম্যালেরিয়া ও করোনা সংক্রান্ত বিষয়ে।এদিন মহকুমা প্রশাসন ও চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক মন্ডলীর যৌথ উদ্যোগে মিশন নির্মল বাংলা কর্মসূচীর ব্যানারে দিনভর এই সাফাই অভিযান চলবে বলে জানান মহকুমাশাসক সুমন বিশ্বাস।