পায়ের বুড়ো আঙুলে ব্যথা?

author-image
Harmeet
New Update
পায়ের বুড়ো আঙুলে ব্যথা?

নিজস্ব সংবাদদাতাঃ একে ইংরেজিতে বলা হয় ‘গাউট’-এর ব্যথা। বাংলায় গেঁটে বাত। হাড়ের বিভিন্ন সংযোগস্থলে এই ব্যথাটি হতে পারে। তবে সবচেয়ে বেশি মাত্রায় ব্যথাটি হতে পারে পায়ের বুড়ো আঙুলে।

কেন এই ব্যথা হয়?

মূলত ইউরিক অ্যাসিডের কারণেই এই ব্যথা হতে পারে। এই অ্যাসিডের মাত্রা শরীরে বেড়ে গেলে হাড়ের সংযোগস্থলে তার লবন জমা হতে থাকে। সেটি এই ব্যথার কারণ।