সেক্স এডুকেশন নিয়ে সন্তানের সঙ্গে কথা বলা জরুরি

author-image
Harmeet
New Update
সেক্স এডুকেশন নিয়ে সন্তানের সঙ্গে কথা বলা জরুরি

নিজস্ব সংবাদদাতা: অত্যন্ত গুরত্বপূর্ন একটি বিষয়। কিন্তু এ নিয়ে এখনও আমাদের সমাজে খোলাখুলি আলোচনা করতে সমস্যা হয় অনেকেরই। বিশেষত শিশুদের সামনে এসব বিষয়ে কথা বলা যেন অপরাধ! অথচ আপনার শিশুকে সেক্সের বিষয়ে আপনিই সচেতন করে তুলতে পারেন, যাতে ভবিষ্যতে সে কোনও ভুল পদক্ষেপ না নেয়, নিজের সুরক্ষা নিজেই করতে পারে। মা হিসেবে ঠিক কী কী করবেন? তা নিয়েই আলোচনা করার চেষ্টা করলাম আমরা। 


কথা শুরু করবেন কীভাবে

আমরা এখন এমন একটা দুনিয়ায় বসবাস করি, যেখানে উপাদান প্রচুর। ছোটদের হাতে মোবাইল রয়েছে। চাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারে তারা। ফলে সেক্সের বিষয়ে শিশুকে বোঝাতে গিয়ে কোনও ডকুমেন্টারির সাহায্য নিতে পারেন আপনি। কোনও বই পড়ে শোনাতে পারেন সন্তানকে। যেখানে খুব সহজ ভাষায় এ সব নিয়ে কথা বলা হয়েছে।

সবথেকে ভাল উপায়, আপনি নিজেই কথার ফাঁকে সেক্সের বিষয়টি সন্তানকে বুঝিয়ে দিন। এটা নিয়ে আলাদা করে আলোচনা করবেন না। দৈনন্দিনের কথার মধ্যেই এই কথাটাও হয়ে যাবে স্বাভাবিক ভাবেই। আবার শিশু যদি সেক্স নিয়ে কোনও প্রশ্ন করে, সেই মুহূর্তে তার উত্তর দিতে না পারলে তাকে বলুন, আপনি তৈরি হয়ে তাকে বলবেন। অর্থাৎ যদি সেই প্রশ্নের উত্তর দিতে কোনও বই বা বাইরের কোনও সাহায্যের প্রয়োজন হয়, তা নিয়ে তাকে উত্তর দিন। কিন্তু নিজের প্রমিস রাখতে ভুলবেন না।