নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে একাধিক দুর্গা মণ্ডপে ভাংচুর ও হনুমানের পায়ের কাছে কোরান রাখার ঘটনায় এমনিতেই তোলপাড় দুই বাংলার রাজনীতি, নতুন করে সেই আগুনে ঘি ঢালল ত্রিপুরার দুটি ঘটনা। ঘটনাস্থল উনাকোটি জেলার লক্ষ্মীপুর ও কৈলাশ শহর। মসজিদে হামলার পর এবার আক্রান্ত মা কালী। দীপাবলির আগে ভাঙচুর চালানো হল লক্ষ্মীপুরের এক কালী মন্দিরে। ভাঙা হল প্রতিমা। কৈলাশ শহরে আবার এবিভিপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে এনএসইউআই ও তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।