নিজস্ব সংবাদদাতাঃ দলকে জেতানোর পর ডেভিড ওয়ার্নার-এর একটি কাজ দেখে মনে পড়ে গেল রোনাল্ডো-র কথা। আবারও জাগ্রত হল ইউরো কাপের স্মৃতি। এবারে ওয়ার্নারও ঠাণ্ডা পানীয়ের বোতল রোনাল্ড-র মতো সরিয়ে দিতে চাইলেন। কিন্তু তিনি সফল হননি। আইসিসি-র প্রতিনিধি এসে হস্তক্ষেপ করেন বিষয়টিতে এবং বোতলটি আবারও টেবিলের উপর রাখতে বলেন।