উজ্জ্বল ত্বক চান শীতে? কী করবেন দেখে নিন

author-image
Harmeet
New Update
উজ্জ্বল ত্বক চান শীতে? কী করবেন দেখে নিন

নিজস্ব সংবাদদাতাঃ ১।সাধারণত শীতকালে আমরা প্রত্যেকেই কম পরিমাণে জল পান করি। শরীরে জলের ঘাটতির কারণেও ত্বক শুকনো ও রুক্ষ হয়ে পড়ে। লক্ষ্য রাখবেন, শীতে যাতে শরীরে যথেষ্ট জলের অভাব না হয়। জলের পরিমাণ বাড়ানোর জন্য অল্প গরম জল পান অভ্যাস করলে সুফল দেয়।
২।শীতকালে গরম জলে স্নান করলে পেশি স্বস্তি পায়। তবে মুখের ত্বকে তা ব্যবহার না করাই ভালো। সে ক্ষেত্রে গরম বা ঠাণ্ডা জলের পরিবর্তে সামান্য গরম জল দিয়ে মুখ ধোওয়া উচিত।
৩।প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়শ্চারাইজার দিয়ে মুখের ত্বক মালিশ করতে ভুলবেন না। এর ফলে ত্বক কোমল ও উজ্জ্বল হবে।