বকেয়া টাকা সহ একাধিক দাবি নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ

author-image
Harmeet
New Update
বকেয়া টাকা সহ একাধিক দাবি নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ

রাহুল পাসোয়ান, আসানসোলঃ বকেয়া টাকা সহ একাধিক দাবি নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে, দাবি মানার প্রতিশ্রুতি।

পশ্চিম বর্ধমান, আসানসোলে বকেয়া টাকা, কোভিড আক্রান্তদের সরকারি টাকা, কোভিড পরিস্থিতিতে কাজ করার জন্য টাকা, নির্বাচনের সময় কাজ করার জন্য সরকারি নির্দেশিত টাকা দেবার দাবিতে শুক্রবার সকালে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে বিক্ষোভ দেখান আশা কর্মীরা এবং দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। অনিমা বর্মন ও কল্পনা সাহা নামের দুই আশা কর্মীদের বক্তব্য দুমাস থেকে সাত মাস ধরে আশা কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না, ২০২০ ও ২০২১ সালে কোভিড আক্রান্তদের নামের তালিকা জমা দিলেও তাদের টাকা দেওয়া হচ্ছে না , নির্বাচনের সময় ডিউটি করার জন্য টাকা এখনো পর্যন্ত দেওয়া হয় নি, সরকারি নির্দেশ ছাড়া তাদের অতিরিক্ত ডিউটি করানো হচ্ছে প্রভৃতি বিভিন্ন দাবি নিয়ে আশা কর্মীরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শেখ মহঃ ইউনুসের সাথে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন। মূখ্য স্বাস্থ্য আধিকারিক তাদের দাবি মেনে নিয়ে বকেয়া বেতন এবং করোনা আক্রান্ত আশা কর্মীদের টাকা খুব শীঘ্রই দেবার প্রতিশ্রুতি দেন।