নিজস্ব সংবাদদাতাঃ ভারতে তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে ফের কিছু নথি চেয়ে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র বিশেষজ্ঞ কমিটি। যা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জেনিভায় সাংবাদিক বৈঠক করে সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল মরিয়ঞ্জিলা সিমাও বললেন, ‘‘আমরা বিশ্বাস করি ভারতীয় টিকা নির্মাতা সংস্থাগুলি উচ্চমানের কোভিড টিকা বানাতে সক্ষম।’’ সূত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহেই কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া হতে পারে।