নিজস্ব সংবাদদাতাঃ একুশের নির্বাচনে অমিত মিত্র প্রতিদ্বন্দ্বিতা করেননি। তারপর উপনির্বাচনেও তাঁকে প্রার্থী হিসাবে দেখা যাচ্ছে না। অথচ তাঁর মন্ত্রিত্বের মেয়াদ শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে রাজ্য মন্ত্রীসভায় অমিত মিত্রের ভূমিকা কী হবে? তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়েই অর্থ দফতরের উপদেষ্টা হিসেবে অমিত মিত্রকে রাখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্ত্রিত্বের সময়সীমা শেষ হবে নভেম্বর মাসে।