আফগানিস্তানে গোপনে ক্লাস চলছে মেয়েদের!

author-image
Harmeet
New Update
আফগানিস্তানে গোপনে ক্লাস চলছে মেয়েদের!


নিজস্ব সংবাদদাতাঃ ক্ষমতায় এসেই মেয়েদের স্কুল-কলেজ যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তানের তালিবান সরকার। ১২ বছরের ঊর্ধ্বে পড়াশোনা করলেই কঠিন শাস্তি। যদিও সেই ‘ফতোয়া’ উড়িয়ে গোপনে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আফগান সাহসিনীরা। সূত্রের খবর অনুযায়ী, হেরাটের বাসিন্দা জ়ায়নাব মহম্মদি রোজ লগ অন করছেন। অনলাইনে ক্লাস চলছে কোডিংয়ের। অগস্ট থেকে বন্ধ রয়েছে তাঁর স্কুল। ২৫ বছর বয়সি ওই তরুণী জানান, 'আমাদের মতো মেয়েদের জন্য হুমকি রয়েছে। মৃত্যুভয়ও রয়েছে।'