নিজস্ব সংবাদদাতাঃ ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সরকারি পরিবহণ নিগমের বাসের সংখ্যা কমেছে। রাজ্য ভাড়া না বাড়ানোর নীতি নিয়ে চলায় দিনদিন বাড়ছে লোকসানের বোঝাও। বেশি ভাড়া আদায় করা সত্ত্বেও খরচের ধাক্কা সামলাতে না পারায় বেসরকারি বাস কমছে হু হু করে। রাস্তায় বেরিয়ে বাস না পাওয়ায় সাধারণ যাত্রীদের হয়রানি চরমে। এই অবস্থায় কোন রুটে কত বেসরকারি বাস নামছে, তা জানতে চেয়ে রিজিয়োনাল ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) সচিব চিঠি দিলেন বেসরকারি বাসমালিক সংগঠনগুলিকে।