নিজস্ব সংবাদদাতাঃ বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ সফটওয়ারের মাধ্যমে স্পাইওয়্যার হানার বিষয়টি জানা সম্ভব।
উদ্বেগের বিষয় হল, পেগাসাস নিজের ফ্রুট-প্রিন্ট ছাড়ে না। ৬ মাস আগে যদি মোবাইলে পেগাসাস ঢুকে থাকে, তা ধরা সম্ভব নয়। একমাত্র NSO-র কাছেই এই তথ্য থাকে। একমাত্র ফরেন্সিক পরীক্ষা করলে, পেগাসাসের শিকার হওয়ার বিষয়টি বোঝা যায়। স্পাইওয়্যারের মাধ্যমে যেভাবে মোবাইল ফোনের সূত্র ধরে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে হানা দেওয়ার অভিযোগ উঠছে, তা ভয়ঙ্কর ও বিপজ্জনক। যে কোনও মুহূর্তে, যে কোনও ব্যক্তির ব্যক্তিগত গোপন জীবন, প্রকাশ্যে চলে আসতে পারে!!!! এর হাত থেকে মুক্তি দেবে কে?