নিজস্ব সংবাদদাতাঃ নিত্যদিনই নতুন মোড় নিচ্ছে আরিয়ান খানের মাদক মামলার তদন্তের গতিপ্রকৃতি। আর এরই মধ্যে এখন অভিযোগ উঠছে আরিয়ান খানের মাদক মামলার তদন্তকারী আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। অভিযোগ, তিনি নাকি ঘুষ নিয়েছেন। আর এরই মধ্যে ওয়াংখেড়ে এবং এনসিবি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। একটি চার সদস্যের তদন্তকারী দলও গঠন করা হয়েছে।