কম দামি স্পাইওয়্যার দিয়েই ফোনের ক্যামেরা চলে যাবে হ্যাকারদের হাতে?

author-image
Harmeet
New Update
কম দামি স্পাইওয়্যার দিয়েই ফোনের ক্যামেরা চলে যাবে হ্যাকারদের হাতে?

নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে পেগাসাস। ফোন হ্যাকিংয়ের অভিযোগে বিরোধীদের কাঠগড়ায় মোদি সরকার। তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পেগাসাসের মতো অত দামী স্পাইঅয়্যার না হলেও চলবে, তার চেয়ে কমজোরি স্পাইওয়্যার ব্যবহার করেই, আপনার অজান্তে, আপনার স্মার্টফোন থেকে চুরি হয়ে যেতে পারে তথ্য। আর শুধু তথ্যই নয়। আপনার ফোনের ক্যামেরাও চলে যাবে হ্যাকারদের হাতের মুঠোয়। অজান্তেই, আপনার মোবাইল ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন চালু করে আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, কী কথা বলছেন, সব দেখতে পাবে হ্যাকাররা।