অর্গ্যাজম নিয়ে মাথাব্যথা?

author-image
Harmeet
New Update
অর্গ্যাজম নিয়ে মাথাব্যথা?

নিজস্ব সংবাদদাতাঃ যৌন মিলনের সময় অনুভূতির চূড়ায়  পৌঁছতে পারবেন কি না, এই নিয়ে বেশি ভাবলে কার্যক্ষেত্রে তার প্রভাব পড়ে। কী ভাবছেন, বিরক্তিকর? 'অর্গ্যাজম-এ আদৌ পৌঁছতে পারা যাবে কি না, এই চিন্তা সব সময় মাথায় ঘুরপাক খেলে তার জেরে টেনশন ও স্ট্রেস তৈরি হয়। ফলে যথাসময় উত্তেজনার চরমে পৌঁছতে পারা যায় না।' এর ওপর সর্বক্ষণ অর্গ্যাজম নিয়ে মানসিক যাতনা সঙ্গমসুখ থেকে বঞ্চিত করে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, শীর্ষ সুখের কথা চিন্তা না করে দৈহিক আনন্দ উপভোগ করুন। যদি তার জেরে অর্গ্যাজম হয় তো ভালো, না হলেও আনন্দ তো পাওয়া যাবে!