রাহুল পাসোয়ান, আসানসোলঃ পশ্চিম বর্ধমান ও কালিংপঙে জুবেলাইন জাস্টিস বোর্ড অফিস সহ রাজ্যে ২৮৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা। বুধবার আসানসোল আদালত চত্বরের কথা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়ালি এই অফিসের উদ্বোধন করা হয়েছে। এর পাশাপাশি চারটে জেলার পাইলট প্রজেক্ট হিসেবে "স্নেহ ছায়া" মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করলেন মন্ত্রী ডক্টর শশী পাঁজা।
এই অ্যাপের মাধ্যমে যে সমস্ত বাচ্চারা ১৮ বছরের নীচে, যারা কোভিডে বাবা ও মাকে হারিয়েছে তাদের ওপর বিশেষ নজর রাখবে রাজ্য সরকার। আপাতত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য স্নেহ ছায়া অ্যাপটি পাইলট হিসেবে চালু করা হয়েছে বলে জানান মন্ত্রী শশী পাঁজা ।এই মুহূর্তে সরকারি হিসেব অনুযায়ী ৬৭৭৩টি শিশু কোভিড সময়ে তাদের পরিবারের বাবা, মা , অথবা উভয়কেই হারিয়েছে বলে জানা গেছে দপ্তর সূত্রে।