নিজস্ব সংবাদদাতাঃ পেগাসাসকাণ্ডের তদন্তে কমিটি গঠন সুপ্রিম কোর্টের। ৩ সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। ১ অবসরপ্রাপ্ত বিচারপতি ও ২ সাইবার বিশেষজ্ঞ থাকছেন কমিটিতে। এই মামলার রায় দিতে গিয়ে কমিটি গঠনের কথা জানাল সুপ্রিম কোর্ট।
রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘কেন্দ্রকে জবাব দিতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সময় দেওয়া সত্ত্বেও জবাব দেয়নি কেন্দ্র।ব্যক্তি-গোপনীয়তার অধিকার রক্ষা গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিক নয়, প্রত্যেক নাগরিকের গোপনীয়তা রক্ষা গুরুত্বপূর্ণ। বেশ কয়েকজন আবেদনকারী সরাসরি পেগাসাসের শিকার। এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রের গুরুদায়িত্ব সতর্ক থাকা। ‘গোপন রাখতে চাইলে নিজেদের থেকেও গোপন রাখা উচিত’.জর্জ অরওয়েলের উক্তি তুলে ধরে মন্তব্য প্রধান বিচারপতির।