নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ভারত সরকারের অধীনস্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ রাজ্যের যে কোনও জেলা থেকে নারী-পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১২ নভেম্বর ২০২১। প্রার্থীদের www.iocl.com ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নিয়ম এবং ফরম্যাট মেনে আবেদন করতে হবে। তবে আবেদনকারীদের আবেদন করার আগে রঙিন ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি জেপিজি ফর্মাটে রাখতে হবে।