নিজস্ব সংবাদদাতাঃ আজ স্বাস্থ্য সাথী কার্ড সংক্রান্ত বিষয়ে নতুন উপদেশাবলী প্রকাশ করল স্বাস্থ্য দফতর অধীনস্ত স্বাস্থ্য সাথী কমিটি। সরকারি হাসপাতালে রোগী ভরতি করাতে বাধ্যতামূলক স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্য সাথী কার্ড দেখাতে না পারলে সেক্ষেত্রে কেন্দ্রীয় হেল্থ স্কিম, বা রাজ্য সরকারের হেল্থ স্কিম বা ইএসআই কার্ড জমা করলেও চলবে। যদি কোনও কার্ড না থাকে, তাহলে কার্ড করিয়ে দিতে হবে হাসপাতালকে। এর পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকেও কড়া বার্তা দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালের ওষুধের খরচে বিবেচ্য হবে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের দাম। জরুরি ভিত্তিতে ৫ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ বহির্ভূত বিল করা যাবে।