দেবাশীষ বিশ্বাস, দিনহাটাঃ প্রচার থেকে শুরু করে মিছিল, ঘরোয়া বৈঠক থেকে শুরু করে পথসভা সবেতেই উপস্থিত কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার দিলীপ ঘোষ, নিশীথ প্রামানিক এবং সুকান্ত মজুমদার এর প্রচার এর সময় দেখা গেল বিরাট কেন্দ্রীয় বাহিনীর জমায়েত। প্রায় তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে দিনহাটা শহর দাপিয়ে বেড়ালো বিজেপি। অবশ্যই সঙ্গে উপস্থিত ছিলেন প্রার্থী অশোক মন্ডল। সাধারণ মানুষের মনে প্রশ্ন, প্রচারের সময় এত কেন্দ্রীয় বাহিনী!! ভোটে জয়লাভ করলে অদৃশ্য নিশীথ প্রামাণিকের মত অশোক মন্ডল অদৃশ্য হয়ে যাবে কি??
বারংবার দিনহাটাকে অশান্ত বলে প্রচার করে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়িয়েছে বিজেপি। তার ওপর স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের জায়গা বলে কথা। হাজারে হাজারে কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়াচ্ছে প্রার্থীদের সাথে। মিছিল-মিটিং থেকে শুরু করে সব ক্ষেত্রেই তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। কিন্তু কর্মী নেই, দিনহাটা শহরের মিছিলে মোট 500 জনের বেশী কর্মী-সমর্থক দেখা গেল না বিজেপির। যারা পতাকা ধরে রাস্তায় হাটছিলেন তারা বেশিরভাগ তুফানগঞ্জ, কোচবিহার এবং মাথাভাঙ্গা থেকে নিয়ে আসা ভাড়া করা কর্মী বলে অভিযোগ। মিছিলে হাঁটতে থাকা এক বিজেপি কর্মী দশরথ সরকার এসেছেন ঘোকসাডাঙ্গা থেকে, তিনি জানেন না প্রার্থী কে? তিনি বলেন, 'আসতে বলেছে এসেছি।'
অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, 30 তারিখ উপনির্বাচনে ভোট তো দূরের কথা বুথ এজেন্ট খুঁজে পাবে না বিজেপি। বারংবার বিভিন্ন মিটিং এ বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ মন্তব্য করেছেন, জামানত বাজেয়াপ্ত হবে বিজেপি প্রার্থীর। তবে দিনহাটা সাধারণ মানুষ কিন্তু মুখ ঘুরিয়েছে বিজেপির দিক থেকে। একবার নয় পরপর দুইবার নিশীথ প্রামানিক বেঈমানি করেছেন দিনহাটার মানুষের সাথে। এই অপমান তারা মেনে নিতে পারছে না বলেই প্রচারে স্থানীয় বিজেপি কর্মীরাও অনুপস্থিত।