নিজস্ব সংবাদদাতাঃ বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আবারও একবার এক বছরের জন্য রাজ্যে নিষিদ্ধ হল গুটখা। সেইসঙ্গে নিষিদ্ধ হল তামাকজাত পান মশলার উত্পাদন, বিক্রি। সরকারি এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য গুটখা ও তামাকজাত পান মশলার উত্পাদন, মজুত, বিক্রি বা বণ্টন নিষিদ্ধ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দফতরের কমিশনার অফ ফুড সেফটি। সরকারি এর নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, গুটখা ও বিভিন্ন রকম পান মশলা যার মধ্যে নিকোটিন বা তামাকজাত উপাদান রয়েছে এবং যেগুলি মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর, রাজ্যে সেগুলির বিক্রি আগামী এক বছর নিষিদ্ধ।