নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই উত্তপ্ত হয়ে উঠল গোয়া। ছেঁড়া হল তৃণমূল সুপ্রিমোর ছবি ও ফ্লেক্স। আর এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করলেন সাংসদ ডেরেক ও ব্রায়ান। তিনি টুইট করে বলেন, 'এতে ক্ষতি হচ্ছে স্থানীয় ভেন্ডরদের। কেন রাজ্যের ভেন্ডারদের ক্ষতি করা হচ্ছে।' অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, 'রাজ্যপালের কাছে অভিযোগ জানাব।'