নিজস্ব প্রতিনিধি, মালদা: বাজারে চিনা টুনির দাপট। আর তার জেরেই কমেছে মাটির প্রদীপের চাহিদা। স্বভাবতই মুখ ভার কুমোরপাড়ার মৃৎশিল্পীদের। পুরাতন মালদা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কুমোরপাড়ায় ধরা পড়ল সেই ছবিই। সেখানকার মৃৎশিল্পীরা জানালেন, চিনা টুনির জন্য ক্রমেই চাহিদা কমছে মাটির প্রদীপের। এখন পুজোর মরশুমে মাত্র দশ থেকে পনেরো হাজার প্রদীপ তৈরি করেন তারা। একহাজার প্রদীপ বিক্রি করে জোটে পাঁচশো টাকা। সংসার চালানো দায় হয়ে পড়ে তাদের।