নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় নৌসেনা, সেলার (MR) পদে নিয়োগ শুরু করেছে। আবেদনের প্রক্রিয়া শুরু হবে আগামী ২৯ অক্টোবর থেকে। আবেদনপত্রটি পাওয়া যাবে ভারতীয় নৌসেনার সরকারি ওয়েবসাইটেই। ভারতীয় নৌসেনার বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁরা সেলর পদে ৩০০জন কর্মী নিয়োগ করবে। এই পদে আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম ক্লাস ১০ পাশ করতে হবে। নির্বাচিত প্রার্থীকে প্রথমে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ১৪,৬০০ টাকা। তবে ট্রেনিং শেষ হওয়ার পর প্রতিরক্ষা বিভাগের মেট্রিক্স লেভেল ৩ অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ আগামী ২ নভেম্বর ২০২১।