নিজস্ব সংবাদদাতাঃ বৃষ্টি বিদায় নিতে চলেছে। তবে বর্ষা বিদায় নেওয়ার আগে বেশকিছু এলাকায় হালকা দুএক পশলা বৃষ্টির ধারা দেখা যেতে পারে। বর্ষা বিদায়ের পরই রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। জাঁকিয়ে পড়বে শীত। শীতের দুপুরে মিঠেল রোদ থেকে শুরু করে, জাঁকিয়ে হাড়কাপানো ঠান্ডা- তখন সবকিছুই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে বঙ্গবাসী। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী, আগামী ২ দিনের মধ্যেই আকাশ পরিস্কার হয়ে গিয়ে তাপমাত্রা ১ ডিগ্রি করে কমার সম্ভাবনা রয়েছে।