দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: ঘাটালের মনসুকায় বন্যা পরিদর্শনে সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী(দেব)।মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও ঘাটাল মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে প্রথমে ঘাটাল ব্লকের মনসুকা চাতালে পৌঁছান, ওই চাতাল বন্যায় জলমগ্ন হওয়ায় প্রশাসনের তরফে রাখা নৌকায় চেপে চাতাল পার হয়ে পায়ে হেঁটে মনসুকা গ্রাম পঞ্চায়েত দপ্তরে যান।সেখানে প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে বেশ কিছু বন্যা দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।এরপর গ্রাম পঞ্চায়েত কার্য্যালয় থেকে বেরিয়ে ফের পারে হেঁটে মনসুকা বাজার এলাকায় ঘুরে মানুষের সাথে দেখা করেন এবং সেখান থেকে নৌকায় করে মনসুকার ঝুমি নদী পার হয়ে মনসুকার অপরপ্রান্তে গ্রামের বাসিন্দাদের সাথে দেখা করে কথা বলেন।প রে সেখান থেকে ফিরে যান ঘাটালে। প্রসঙ্গতঃ টানা বৃষ্টিতে ঘাটালের মনসুকার এই চাতাল জলমগ্ন হয়ে বন্ধ হয়ে যায় পারাপার।পাশাপাশি এই মনসুকায় ঝুমি নদীর উপর বেশকয়েকটি কাঠের পোল ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় যাতায়াত। একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। এইদিন দুপুরে মনসুকার সেইসব জায়গা পরিদর্শন করেন দেব।
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=3826 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=3836
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm