নিজস্ব সংবাদদাতাঃ করোনার মাঝেই হু হু করে যোগী রাজ্যে বাড়ছে জিকা ভাইরাসের দাপট। জানা গিয়েছে, ইতিমধ্যে মুখ্য স্বাস্থ্য আধিকারিক নইপাল সিং জিকার সংক্রমণ কতটা ছড়িয়েছে, তা খতিয়ে দেখার জন্য দুটি পৃথক দল গঠন করেছেন। এদিকে উত্তর প্রদেশে এই সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রকও । ফলে এবার পরিস্থিতি খতিয়ে দেখতে তড়িঘড়ি স্বাস্থ্য মন্ত্রকের এক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল কানপুরে পাঠাচ্ছেন মনসুখ মাণ্ডব্য। স্বাস্থ্য মন্ত্রকের ওই বিশেষজ্ঞ দল আজই কানপুরে পৌঁছে যাচ্ছে। সেখানে রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে একসঙ্গে কাজ করবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিশেষজ্ঞ চিকিৎসকরা। জ়িকার সংক্রমণের বাস্তব চিত্র কীরকম এবং স্বাস্থ্য মন্ত্রকের তরফে জিকা নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনার কথা বলা হয়েছে, তা কতটা মেনে চলা হচ্ছে, সেই সব সরেজমিনে ঘুরে দেখবেন তাঁরা।