নিজস্ব সংবাদদাতাঃ '১০০ কোটি টিকাকরণে শক্তিশালী হয়েছে দেশ', গতকাল 'মন কি বাত' অনুষ্ঠানে দাবি করেন নরেন্দ্র মোদি। দেশের ৩৫ কোটি মানুষ এখনও টিকাই পাননি। তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনও তথ্য থাকে না, উনি কোনও তথ্যের ধারও ধারেন না।' মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের।