নিজস্ব সংবাদদাতাঃ এমনিতেই পুরো সুস্থ না হওয়ায় এখনও তিনি বল করতে পারছেন না। রবিবার পাকিস্তান ম্যাচে নতুন করে কাঁধে চোট পেলেন হার্দিক। ম্যাচের মাঝেই তাঁকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। এরপরেই প্রশ্ন উঠে গেলো, টি-টোয়েন্টি বিশ্বকাপে কি আর হার্দিককে দেখা যাবে?
পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সময় শাহিন আফ্রিদির একটি বল এসে সজোরে হার্দিকের কাঁধে লাগে। তারপরে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে নামতে পারেননি তিনি। হার্দিকের পরিবর্ত হিসেবে ফিল্ডিং করতে নামেন ঈশান কিশন। পাকিস্তান ম্যাচের আগেই ছ'নম্বরে হার্দিকের গুরুত্ব স্বীকার করে নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলী। বলেছিলেন, ব্যাটার হার্দিকই তাঁদের দলে অনেক গুরুত্বপূর্ণ। বাস্তবে দেখা গেল, পাকিস্তানের বিরুদ্ধে ছ'নম্বরে নেমে এমন কিছুই করতে পারেননি হার্দিক।