নিজস্ব সংবাদদাতা: এরকম খেলার আশা হয়তো অনেকেই করেননি। শূন্য উইকেটে ভারতকে হারিয়ে মরু শহরে ঝড় তুলল পাকিস্তান। অধিনায়ক আজমের ঝোড়ো ব্যাটিং কিছুটা দলের আত্মবিশ্বাস বাড়াল তা বলাই বাহুল্য। টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে মোট ৬ বার একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামে দু'দেশ। আগের ৫ বারই জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার ম্যাচ জিতে ছবিটা বদলে দেন বাবর আজমরা। প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় বাহিনী। এদিকে ভারতের ৭ উইকেটে ১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৭.৫ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৫২ রান তুলে নেয়। প্রথম থেকে শেষ অবধি টিকে ছিলেন বাবর ও রিজওয়ান।