দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। দ্বিতীয় ঢেউয়ের সংখ্যা এখন কিছুটা নিম্নগামী। বিশেষজ্ঞদের মতে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। সেই সব পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে অক্সিজেন প্লান্ট তৈরির কাজ। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে তৈরি হবে অক্সিজেন প্ল্যান্ট । তার মধ্যে একটি লাইট মেডিকেল অক্সিজেন (এল এম ও) এবং দুটি Pressure swing adsorption (পিএসএ)। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর অতিরিক্ত জেলা শাসক, ভূমি ও ভূমি সংস্কার তুষার শিংলার সঙ্গে বৈঠক করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, ডি আর ডি ও, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু সহ অন্যান্য আধিকারিকেরা । মেডিকেল কলেজে অক্সিজেনের চাহিদা অনেকটাই বেশি থাকায় জেলা প্রশাসন হাসপাতাল চত্ত্বরে অক্সিজেন প্লান্ট তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলাশাসকের দপ্তরে বৈঠক শেষে মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে প্ল্যান্ট কোন জায়গায় হবে সেই এলাকা পরিদর্শনে এসেছিলেন প্রতিনিধি দল। যদিও ইতিমধ্যেই মেদিনীপুর মেডিক্যাল হাসপাতাল চত্ত্বরে PSA এর কাজ শুরু হয়েছে । ওই পরিদর্শন দলে থাকা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু বলেন, হাসপাতালে প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয়। সে কারণে এখানে এই প্লান্টগুলি তৈরির কাজ শুরু হতে চলেছে। অক্সিজেন এর সিলিন্ডার নিয়ে আসতে অনেক সময় সমস্যা দেখা দিত। ফলে হাসপাতাল চত্বরে অক্সিজেন প্লান্ট তৈরি হয়ে গেলে সেই সমস্যা আর দেখা দেবে না।