নিজস্ব সংবাদদাতাঃ সিবিএসই-র মতো সিআইএসসিই বোর্ডও অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার তারা জানিয়েছে, আইসিএসই এবং আইএসসি-র প্রথম সিমেস্টার হবে সিবিএসই-র মতোই অফলাইনে। অর্থাৎ, স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। নভেম্বর ও ডিসেম্বর জুড়ে হবে দুই বোর্ডের পরীক্ষা। অভিভাবকদের একটি অংশ অনলাইনের কথা বললেও অধিকাংশই মনে করছেন, অফলাইনে পরীক্ষার সিদ্ধান্তটাই ভাল।