নিজস্ব সংবাদদাতাঃ গত সপ্তাহের মঙ্গলবার ফের একটি বালিস্টিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করেছিল কিম জং উনের দেশ৷ শুধু মঙ্গলবারই নয়। এমন অনেক নজির গড়েছে এই দেশ। যা কিনা ত্রাসের সৃষ্টি করেছে বিশ্বে। তাই আজ উত্তর কোরিয়াকে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন বন্ধের আর্জি জানাল আমেরিকা। আশা করা হচ্ছে যে পিয়ংইয়ং ওয়াশিংটনের এই আর্জির ইতিবাচক সাড়া দেবে। মঙ্গলবার উত্তর কোরিয়া একটি সাবমেরিন উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) নিক্ষেপ করার পর এই আর্জি জানান হয়। যার ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।