নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে পুলিশের জালে কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী ওই দেশের 'মোস্ট ওয়ান্টেড' মাদক পাচারকারী। এই মাদক পাচারকারী হলেন একজন গ্রামীণ যুদ্ধবাজ। সুত্রের খবর, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সদলবলে পলাতক ছিলেন ইনি। প্রেসিডেন্ট ইভান ডুক দাইরো আন্তোনিও উসুগার এর এই গ্রেফতারিকে তিন দশক আগের পাবলো এস্কেবারের আত্মসমর্পণ এর সাথে তুলনা করেছেন। কলম্বিয়ার সামরিক বাহিনী উসুগাকে হাতকড়া পরিয়ে এবং গ্রামীণ কৃষকদের পছন্দমতো রাবার বুট পরে মিডিয়ার সামনে উপস্থাপন করে।