১৪ বছর পর রেকর্ড মূল্যবৃদ্ধি দেশলাই এর

author-image
Harmeet
New Update
১৪ বছর পর রেকর্ড মূল্যবৃদ্ধি দেশলাই এর

​নিজস্ব সংবাদদাতাঃ মূল্যবৃদ্ধির প্রভাব চারদিকে দেখা যাচ্ছে। ১৪ বছর পর বাড়ল দেশলাইয়ের দাম। ১টাকার দেশলাই এবার থেকে মিলবে ২ টাকায়। দেশলাই প্রস্তুতকারক কোম্পানির প্রতিনিধিরা এক যোগে মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত এর আগে ২০০৭ এ দাম বেড়েছিল দেশলাইয়ের। সেই সময় ৫০ পয়সা থেকে বেড়ে দাম হয়েছিল ১ টাকা। জানা গিয়েছে এই নতুন দাম ১ ডিসেম্বর থেকে চালু হবে।