নিজস্ব সংবাদদাতাঃ পরিবেশ রক্ষার ক্ষেত্রে সচেতন হল মহারাষ্ট্র সরকার। বোরিভালির গোরাইতে ম্যানগ্রোভ পার্ক ও মুম্বই ম্যানগ্রোভস কনজারভেশন ইউনিট (এমএমসিইউ) স্থাপনের সিদ্ধান্ত নিল এই রাজ্য সরকার। মুম্বই শহরতলির ৪ হেক্টর জায়গা জুড়ে এই অভিনব পার্কটি তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল ম্যানগ্রোভ ইকোসিস্টেমের তাৎপর্য সম্পর্কে মানুষকে আকৃষ্ট করা, সচেতন করা এবং শিক্ষিত করা। জানা গিয়েছে, এই প্রকল্পটিকে বাস্তব রূপ দিতে খরচ হবে প্রায় ২৬.৯৭ কোটি টাকা।পার্কের প্রধান উপাদানগুলি হল একটি প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র (এনআইসি), একটি ম্যানগ্রোভ ট্রেইল, বার্ড অবজারভেটরি এবং কায়াক ট্রেইল। দর্শনার্থীদের সংখ্যা বাড়াতে ও পরিবেশ বান্ধব করতে ডেডিকেটেড অ্যাপ -ভিত্তিক গন্তব্য তথ্য ব্যবস্থাও তৈরি করা হবে। শুধু তাই নয়, পার্কটি ম্যানগ্রোভ ইকোসিস্টেমের উদ্ভিদ ও প্রাণীর উপর একটি স্পর্শ-ভিত্তিক তথ্য ব্যবস্থা, একটি ভার্চুয়াল বাস্তবতা প্রদান করবে।