কলকাতায় ১০৮ পেরল পেট্রোল, পাল্লা দিচ্ছে ডিজেলও

author-image
Harmeet
New Update
কলকাতায় ১০৮ পেরল পেট্রোল, পাল্লা দিচ্ছে ডিজেলও

​নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় পেট্রোলের দাম একশোর গণ্ডি পেড়িয়েছে অনেকদিনই। রবিবার কলকাতায় পেট্রোলের দাম ১০৮ টাকা ১৩ পয়সা । গতকালের থেকে দাম বেড়েছে ৩৩ পয়সা। ডিজেলের দাম ৯৯ টাকা ৪৬ পয়সা। দিওয়ালির আগে রেকর্ড গতিতে দৌড়চ্ছে জ্বালানির দাম। পুরুলিয়ার ঝালদায় ডিজেল ১০০ টাকা ১৪ পয়সা প্রতি লিটার। কলকাতা ও রাজ্যের অন্যত্র ১০০ টাকা ছুঁইছুঁই । দেশের অন্তত ১২টি রাজ্যে ডিজেল অতিক্রম করেছে ১০০ টাকা। পেট্রল ১০০ টাকা পেরিয়েছে দেশের সব রাজ্যের রাজধানীতেই। আন্তর্জাতিক বাজারে এক বছরে দ্বিগুণ হয়েছে ব্যারেল প্রতি জ্বালানির দাম। কেন দাম চড়ছে জ্বালানির? বিশেষজ্ঞদের মতে, বিশ্ব অর্থনীতি চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে তেলের চাহিদা বাড়ছে। তার জেরেই বিশ্ববাজারে তেলের দাম লাগামহীন।