নিজস্ব সংবাদদাতাঃ পুজোর পর থেকে বাংলায় আবারও উর্দ্ধমুখী করোনা গ্রাফ। সংক্রমণে রাশ টানতে ফের নাইট করফিউতে কড়াকড়ির নির্দেশ নবান্নের। শনিবার রাত থেকে শহরে বাড়ল কলকাতা পুলিশের তৎপরতা। ধর্মতলা, চৌরঙ্গি-সহ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে রাত ভোর নাকা চেকিং চালান কলকাতা পুলিশের কর্তারা। প্রত্যেকটি গাড়িতে যথোপযুক্ত বৈধ নথি ও কারণ জানতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। উপযুক্ত কারণ দেখাতে না পারলে বা কথাবার্তায় সন্দেহজনক বোধ হলে তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ নিচ্ছেন পুলিশ কর্তারা। পুজোর ক’টা দিন লাগাম ছাড়া ভিড় দেখা গিয়েছিল শহরের রাস্তায়। ছাড় ছিল নৈশকালীন কারফিউয়ের উপরেও। কিন্তু পুজো পর্ব মিটতেই ফের আগের নিয়ম। ফের চালু হয়ে গিয়েছে নাইট কারফিউ। বৃহস্পতিবার রাত থেকে শহরে ফের চালু হয়ে গিয়েছে রাতের কড়াকড়ি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর ৫ টা পর্যন্ত নৈশকালীন বিধিনিষেধ অমান্য করায় ৩১২ জন বাইক আরোহীকে জরিমানা করা হয়েছে।