'বন্ধ হোক সাম্প্রদায়িকতা', এই ইস্যুতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
'বন্ধ হোক সাম্প্রদায়িকতা', এই ইস্যুতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ

বাধন দাসঃ  বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, অগ্নিসংযোগ ও হত্যাকান্ডের প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে শনিবার বিক্ষোভে সামিল হন বেশ কিছু আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন। যেমন- ইসকন, জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশন গ্রেট ব্রিটেন, সেক্যুলার বাংলাদেশ, সনাতন এসোসিয়েশন সহ ব্রিটেনের প্রায় অর্ধ শতাধিক ধর্মীয় ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। বিশ্বের ১৫০টি দেশে একযোগে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সামনে এই বিক্ষোভ কর্মসূচির পালন করে ইসকন সহ সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনগুলো। ইংল্যান্ডের বিভিন্ন শহরের থেকে শত শত প্রতিবাদকারী ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধে এই প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। চলতে থাকে স্লোগানও।  সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের দাবি জানান। একই ভাবে দাবি জানান হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেও।