নিজস্ব সংবাদদাতাঃ বেহালার বুড়ো শিবতলায় যুবকের রহস্যমৃত্যু। পূর্ত দফতরের আবাসন থেকে উদ্ধার হল গোপীনাথ নাইয়ার ঝুলন্ত মৃতদেহ। মৃতের স্ত্রীর দাবি, শুক্রবার অনেক রাত পর্যন্ত কম্পিউটারে কাজ করছিলেন তাঁর স্বামী। বার বার ডাকা সত্ত্বেও শুতে আসেননি। রাত দুটোর পর পাশের ঘরে ডাকতে গিয়ে সিলিং ফ্যানের স্বামীর ঝুলন্ত দেহ দেখেন। বেহালার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই বোঝা যাবে কীভাবে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃত যুবক একটি ই-কমার্স সাইটে কাজ করতেন। আবাসনে স্ত্রীর সঙ্গে থাকতেন। দেড় বছর তাঁদের বিয়ে হয়েছিল। মৃত যুবকের মা জানান, ছেলে ও বউমার মধ্যে অশান্তি ছিল না। মৃত্যুর কারণ নিয়ে ধন্দ্বে যুবকের পরিবারও।