থার্ড আই সংস্থার পক্ষ থেকে চিত্র প্রদর্শনীর আয়োজন

author-image
Harmeet
New Update
থার্ড  আই সংস্থার পক্ষ থেকে চিত্র প্রদর্শনীর আয়োজন

রাহুল পাশোয়ান, আসানসোলঃ শনিবার সন্ধ্যায় থার্ড আই নামে এক সংস্থার পক্ষ থেকে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হল আসানসোলের রবীন্দ্র ভবনে । এই চিত্র প্রদর্শনীতে ১২ টি দেশের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেছে বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে ।যে সমস্ত শিল্পীরা তেমনভাবে প্রচারের আলোয় আসে না , মূলত তেমন চিত্র শিল্পীদের নিয়ে কাজ করে এই সংস্থা বলে জানান অংশুমান সাহা।শনিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।এদিন অংশুমান বাবু বলেন, গ্রাম বাংলার পিছিয়ে পড়া মূলত শিল্পীদের নিয়ে ২০১৮ সালে এই সংস্থা পথ চলা শুরু করে ।এখন ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও এই সংস্থার মেম্বার রয়েছে ।পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই সংস্থা চিত্র প্রদর্শনী করে থাকে।আসানসোল শহরেও এই প্রদর্শনী শুরু হল।দুদিন ধরে এই প্রদর্শনী চলবে।কোভিডের কারনে বিদেশের শিল্পীরা ভারচুয়ালি অংশ নিয়েছেন।নেপাল থেকে প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্পীরা।