নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নিয়ম অনুয়ায়ী, একটি টিকা নেওয়ার ১২ সপ্তাহ পর আর একটি টিকা নিতে হবে। একসঙ্গে দুটো টিকা নেওয়ার নিয়ম নেই। কিন্তু স্বাস্থ্যকর্মী এক ব্যক্তিকে পরপর দুটি টিকা দিয়ে বসলেন। প্রথম এবং দ্বিতীয়। ঘটনাটি ঘটেছে খোদ পশ্চিমবঙ্গের হুগলি জেলার পাণ্ডয়া গ্রামীণ হাসপাতালে। এমনই অভিযোগ ওঠায় চাঞ্চল্য তৈরি হয়। স্বাস্থ্যকর্মী অন্যমনস্ক হয়ে পরপর দুটো ভ্যাকসিন দিয়েছেন বলে অভিযোগ। শনিবার ঘটনাটি প্রকাশ্যে এসেছে। একসঙ্গে দুটি করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়া ওই যুবকের নাম সইফুদ্দিন দফাদার। গুপ্তিপাড়ার বাসিন্দা সইফুদ্দিন বুধবার পাণ্ডয়া গ্রামীণ হাসপাতালে টিকার প্রথম ডোজ নিতে যান। আর স্বাস্থ্যকর্মী সহকর্মীর সঙ্গে গল্প করতে করতে তাঁকে পরপর দুটি টিকা দিয়ে দেন বলে অভিযোগ। এখন প্রবল শারীরিক অস্বস্তি তৈরি হয়েছে সইফুদ্দিনের।