নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি লঞ্চ হয়েছে অ্যাপেলের নতুন Polishing Cloth। আর তা নিয়েই শুরু হয়েছে জোরদার আলোচনা। এই Polishing Cloth আসলে একটা রুমালের মতো জিনিস। অ্যাপেলের বিভিন্ন ডিভাইস মুছতে এই Polishing Cloth কাজে লাগবে। এই সাধারণ একটা জিনিসের দাম শুনলে চমকে যাবেন আপনি। ভারতীয় মুদ্রায় অ্যাপেলের এই Polishing Cloth- এর দাম প্রায় ১৯০০ টাকা। প্রতি মাসে ২২৪ টাকা কিস্তির ভিত্তিতেও এই Polishing Cloth কেনার সুযোগ থাকছে ক্রেতাদের হাতে। যা নিয়ে ইতিমধ্যেই ট্রোল শুরু হয়েছে।