ইডি-সিবিআই আমার কাঁচকলা করবে, লিখে রাখুন : অভিষেক

author-image
Harmeet
New Update
ইডি-সিবিআই আমার কাঁচকলা করবে, লিখে রাখুন : অভিষেক

নিজস্ব সংবাদদাতাঃ খড়দার জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। "বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেসেরই আছে", বলে মনে করেন তিনি। গেরুয়া শিবিরকে আক্রমণ করে তিনি বলেন,"কিছু হলেই ইডি-সিবিআই দেখিয়ে দিচ্ছে বিজেপি। ইডি-সিবিআই আমার কাঁচকলা করবে, লিখে রাখুন। আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আওয়াজ বেরোবে।"
গত ২৮ অগাস্ট কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় ইডি। তাঁকে ৬ সেপ্টেম্বর, দিল্লিতে ইডি দফতরে হাজির হতে বলা হয়েছিল। সেদিন দিল্লির আকবর রোডে জামনগর হাউসে ইডি-র দফতরে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জিজ্ঞাসাবাদের পর তিনি বলেছিলেন, আমাকে ডাকা হয়েছিল। শুরু থেকে বলেছি, যে কোনও তদন্তের মুখোমুখি হতে তৈরি। আমার বিরুদ্ধে ১০ পয়সার প্রমাণ পেলে ফাঁসিতে ঝুলতে রাজি। ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। এটা ওদের কাজ। সম্মান করি। সব প্রশ্নের উত্তর দিয়েছি। লিখিত বয়ান দিয়েছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, কয়লাকাণ্ডে দেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার হয়েছে। এমনকী বিদেশেও পাচার হয়েছে টাকা। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় বলে সূত্রের দাবি।