নিজস্ব সংবাদদাতাঃ ট্রেকিংয়ে গিয়ে প্রাণ হারালেন ১১ জন বাঙালি অভিযাত্রী । মৃতদের মধ্যে আছেন কালিঘাটের শুভায়ন দাস, হরিদেবপুরের রিচার্ড মণ্ডল, হরিদেবপুরের তনুময় আধিকারী, তাঁর মামা সুখেন মাঝি নিখোঁজ, দক্ষিণ ২৪ পরগনার মিঠুন দারি, হরিনগরের অনিতা রাওয়াত, নেপালগঞ্জের বিকাশ মাকাল, সৌরভ ঘোষ। উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭। আইটিবিপি, পুলিশের ৩২ জন জওয়ান উদ্ধারকার্য চালাচ্ছে।